কথা অ্যাপ নিয়ে বিস্তারিত।

  • "কথা" কি ?

“কথা” বাংলাদেশি ডেভলপারদের তৈরি প্রথম সোশ্যাল মিডিয়া এবং লাইফ স্টাইল অ্যাপ। এই প্রথম সোশ্যাল মিডিয়া এবং লাইফস্টাইল সার্ভিস, প্রয়োজনীয় তথ্য, এন্টারটেইনমেন্ট সব এক প্ল্যাটফর্মে, সকল বাংলাদেশীদের জন্য।

কথা’র ভিশন  "এক কথা'য় সব হয়", মানে সব কিছু এবং সবার জন্য একটি অ্যাপ, বাংলাদেশের মানুষদের লাইফ স্টাইল এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠতে।

কথা’র মিশন হলো, একটি বাংলাদেশি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেন একে অপরের সাথে সংযুক্ত হতে পারে, আমাদের নিজস্ব প্রয়োজনীয় পরিষেবা দেওয়া এবং একটি ইতিবাচক প্রভাব তৈরি করা এবং উদ্ভাবনী পরিষেবাগুলির মাধ্যমে কথা ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে আবদান রাখা।

  • কি কি আছে "কথা" অ্যাপ এ?

কথা আপে আপনি নতুন বন্ধু বানাতে পারবেন, আপনার নিজস্ব কমিউনিটি বানাতে পারেন, চ্যাট করতে পারবেন, ফ্রী ভিডিও এবং অডিও কল করতে পারেবন। এছাড়া ই-কমার্স, শিক্ষা, কর্মজীবন, স্বাস্থ্য থেকে অর্থ প্রদান সবকিছু এক জায়গায় পাবেন! 


  • অগ্রগতি কেমন?

এখন পর্যন্ত কথার ২০০ টিরও বেশি রিলিজ দেওয়া হয়েছে। ডেভেলপাররা দিন রাত পরিশ্রম করছে অ্যাপটি কে আরো ইপ্রুভ করতে। কথা'র কাজ শুরু হয় ২০১৫ সালে এবং আনুষ্ঠানিক যাত্রা (বেটা লঞ্চ) হয় ফেব্রুয়ারি ১২, ২০২০ সালে। কথা অ্যাপ পাবেন গুগল প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোরে। কথার ওয়েবসাইটঃ www.kotha.app এই ঠিকানায়। বর্তমানে কথা'তে লক্ষাধিক ব্যবহারকারী রয়েছে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।


  • ডাউনলোড কিভাবে করবো? 

“কথা” অ্যাপটি প্লে-স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্কঃ 

প্লে-স্টোরঃ  https://play.google.com/store/apps/details?id=com.bs.kotha

অ্যাপ স্টোরঃ https://apps.apple.com/us/app/kotha/id1188060798


  • অ্যাকাউন্ট খুলবো কিভাবে?

ডাউনলোড করে ওপেন করার পর “Agree & Continue” তে ক্লিক করবেন, তারপর আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার এ যাওয়া OTP টা এখানে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে!


  • অ্যাকাউন্ট খোলার পর...

তারপর আপনারা আপনাদের নাম এবং প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। এরপর আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য আরও কিছু ইনফর্মেশন দিতে পারেন যেমনঃ Location, Date of birth, Gender, Interests. অথবা স্কিপ ও করতে পারবেন।

তারপর আপনারা আপনাদের পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন, সেটা সিলেক্ট করতে হবে। এই স্টেপ গুলো কমপ্লিট করলেই আপনার প্রোফাইল সেটআপ হয়ে যাবে। 


  • লগ ইন কিভাবে করবো? 

অ্যাপ ওপেন করার পর “Agree & Continue” তে ক্লিক করবেন, তারপর আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার এ যাওয়া OTP টা এখানে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে! আপনাদের সব সময় এভাবে লগ ইন করতে হবে।


  • প্রোফাইল ক্রিয়েট করার সময় এই ইনফর্মেশন গুলো কেন দিবো? 

আপনি যখন এই ইনফর্মেশন গুলো দিবেন, এগুলো আপনাকে হেল্প করবে প্রোপার সাজেশন এবং পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স পেতে! যেমন আপনি যে জন্মদিন এর তারিখ এবং সাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন, সেটা কেউ দেখবে না, শুধু আপনার কত বছর হয়েছে সেটা প্রোফাইলে দেখা যাবে।  ধরুন আপনার বয়স 18, এটা আপনার প্রফাইলে দেখা যাবে এবং আপনি 18 থেকে 24 এইজ গ্রুপে পরেন, সিমিলার এইজ গ্রুপের পারসনদের আপনি আপনার ফলো সাজেশন পাবেন, এছাড়া আপনি যে ইন্টারেস্ট গুলো দিয়েছেন সেগুলোর উপর ভিত্তি করেও ফলো সাজেশন এবং হোমে ফিড এর পোষ্ট গুলো পাবেন!


  • লগ আউট কিভাবে করবো? 

প্রোফাইল আইকন এ ক্লিক করে, একটু নিচে গেলে লগ আউট অপশন পাবেন। সেখান থেকে লগ আউট করতে পারবেন।  


  • চ্যাট ব্যাকআপ কিভাবে রাখবো? 

চ্যাট ব্যাকআপ রাখতে চ্যাট‘স ট্যাব থেকে টপ রাইট এর 3 ডট মেনু তে ক্লিক করবেন, তারপর “ইম্পোর্ট অল” অপশন এ ক্লিক করে গুগল ড্রাইভ এর মাধ্যমে ব্যাকআপ রাখতে পারবেন।


  • প্রোফাইল সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস এবং প্রাইভেসি অপশন: 

উপরে প্রোফাইল এর আইকনটা তে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল এর ইনফর্মেশন এবং প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন “ Edit profile” অপশন থেকে। এর পর প্রোফাইল এ একটু নিচে গেলে অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংস গুলো পাবেন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট তা পাবলিক বা প্রাইভেট করতে পারেন।

এখানে “Enable Messaging For Followers” অপশনটা বাই ডি  থাকে. সো followers রা মেসেজ করতে পারবে পাবলিক এবং প্রাইভেট অ্যাকাউন্ট এ! কিন্তু এই অপশন টা অফ থাকলে আর আপনার অ্যাকাউন্ট টা যদি প্রাইভেট থাকে, তখন কেউ আপনকে ফলো করলে এবং আপনি ফলো রিকুয়েস্ট একসেপ্ট করলে তারপর আবার ফলো ব্যাক করলে তখনই আপনকে মেসেজ করতে পারবে!  


  • ডার্ক মোড কিভাবে অন করবো?

আপনার প্রোফাইলে settings অপশনে গিয়ে Dark Mode অন করার সুইচ দেখতে পারবেন। আবার একই অপশন থেকে ডার্ক মোড অফ করে দিতে পারবেন।


  • চ্যাট, কল এবং ফ্রেন্ড’স ট্যাব...

চ্যাট এবং ফ্রেন্ড’স ট্যাব একটা আরেকটার সাথে সংযুক্ত। 

চ্যাট এ অসাধারন কিছু বাংলা স্টিকার আছে, যেগুলো বাংলা ডাইলগ! এছাড়া চ্যাট এ বাংলা টাইপ করতে পারবেন খুব সহজে “Language Switch” করার মাধ্যমে, সুতরাং আলাদা একটা অ্যাপ লাগলো না বাংলা লেখার জন্য এবং চ্যাট থেকে আপনি Daraz Vouchers & Gifts Card কিনে পাঠাতে পারবেন! 

আপনার ফোন বুক এ যেসব নাম্বার আছে, তাদের মধ্যে কেও যদি কথা অ্যাপ ব্যাবহার করে থাকে তাহলে আপনি তাদের ফ্রেন্ডস ট্যাব এ দেখাতে পাবেন! তাদের মেসেজ করতে পারবেন এবং শুধু মাত্র তাদের ভিডিও ও অডিও কল করতে পারবেন এবং অন্যান্য অ্যাপ ইউজারদের শুধু মেসেজ করতে পারবনে। কল করতে পারবন না, কল করতে হলে অবশ্যই আপনার ফোন বুকে ওই কথা ইউজারের নাম্বার সেভ থাকতে হবে। 

  • সব কথা ইউজারা কি আমার নাম্বার দেখবে?

 না, শুধু মাত্র তারা দেখবে, যাদের ফোন বুক এ আপনার নাম্বার সেভ করা আছে! আর নাম্বার সেভ করা থাকলে ফলো করা ছাড়া কল এবং চ্যাট করতে পারবেনচাল

  • বন্ধুদের কিভাবে ইনভাইট করবো?

ফ্রেন্ড’স ট্যাব থেকে আপনি আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন। রেফার করে স্কোর বারাতে পারেন এবং লিডার বোর্ডে আপনার জায়গা করে নিতে পারেন! 

  • ফলো, ফলো ব্যাক এবং ফলো রিকোয়েস্ট... 

নতুন বন্ধু বানাতে ফলো সাজেশন থেকে ফলো করতে পারেন অথবা ফীড থেকে ফলো করতে পারেন। যদি পাবলিক অ্যাকাউন্ট হয় তাহলে ফলো করলে মেসেজ করতে পারবেন এবং প্রাইভেট অ্যাকাউন্ট হলে যাকে ফলো করবেন সে আপনার ফলো রিকুয়েস্ট একসেপ্ট করতে হবে! 

  • লাইফ স্টাইল ট্যাব...

লাইফ স্টাইল ট্যাব এ আছে Mini Apps, যেখানে আছে Daraz বাংলাদেশ এর সব চেয়ে বড়  ই-কমার্স প্লাটফর্ম, Mime TV থেকে লাইভে টিভি দেখতে পাবেন , Hungrynaki থেকে ফুড অর্ডার করতে পারবেন, Chaldal থেকে গ্লোসারি, Easy থেকে রিচার্জ এবং বিল পে করতে পারবেন। এই অ্যাপ গুলো কথা আপের ভিতর পেয়ে যাবেন, এদের নেতিভ অ্যাপ ইন্সটল করা ছাড়াই!

এরপরে আছে Shop অপশন, একটা করা বলে দিই, এখানে দারাজকে কথা অ্যাপ এর সাথে ইন্টিগ্রেট করা হইছে। সুতরাং আপনি অ্যাপ থেকে যে কোন প্রোডাক্ট সার্চ করে কিনতে পারবেন দারাজ থেকে!

এছাড়া এখান থেকে আপনারা Live Cricket Score দেখতে পারবেন, আছে কিছু লাইট Games, তারপর থাকছে Hot news যেখানে পাবেন সর্বশেষ নিউজ গুলো। লাইফ স্টাইল ট্যাব  থেকে “Near by user” পেয়ে যাবেন। টপ স্কোরাররা জায়গা করে নিতে পারেন Leaderboard এ!

লাইফ স্টাইল রিলেটেড বিভিন্ন ব্লগ পরতে পারেন! তাছারা Trending Movie Trailers, Music, Natoks সব কিছু পাবেন এখানে! এছাড়া রয়েছে Virtual Hospital, যেখান থেকে আপনি Health Service গুলো নিতে নিতে পারবেন ঘরে বসেই।

  • ফিড...

Feed এ আপনি সব পোষ্ট গুলো দেখতে পাবেন, trending ফিড এ সব trending পোষ্ট গুলো পাবেন! হোম ফিড এ আপনার interest এর সাথে মেচ করে এমন post গুলো পাবেন! Public এ সব কথা ইউজারদের পোষ্ট পাবেন, following  এ আপনি যাদের follow করেন তাদের পোষ্ট পাবেন! Watch এ সব থেকে ভিডিও এবং মাই পোষ্ট এ আপনার পোষ্ট গুলো দেখতে পারবেন। মাই পোষ্ট এ থেকে আপনি আপনার পোষ্ট গুলো এডিট করতে পারবেন! 

পোষ্ট করা সিম্পল ফেসবুক এর মতই, পোষ্ট পারিভাসি লোকেশান ট্যাগ পিকচার অ্যান্ড ভিডিও পোষ্ট করতে পারবেন!  

কথা আপে ফেসবুক এর মতই কমিউনিটি আছে, সার্চ করে বা ব্রাউজ করে কমিউনিটি join করতে পারবেন! অথবা আপনার আপনার নিজের কমিউনিটি create করতে পারবেন, ইনভাইট করতে পারবেন এবং grow করতে পারবেন, এখনে ফেসবুক এর মতো reach এর ইস্যু নেই!

আপনি আপনার কমিউনিটি তে পোষ্ট করতে পারবেন অ্যান্ড কমিউনিটি মেম্বারদের সাথে চ্যাট করতে পারবেন।

  • বিজনেস অ্যাকাউন্ট...

আপনি যদি একজন Content Creator/Business Owner হয়ে থাকেন তাহলে আপনারা বিজনেস অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন। এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড ওরা ভেরিফাই করে এপ্রুভ করতে পারবেন।  




Follow Mi IT Solution on Others Social Media: 
Follow Me: https://www.facebook.com/mirayhanchowdhury 
Follow on Facebook Page: https://www.facebook.com/miitsolution 
Follow on Facebook Group: https://www.facebook.com/groups/515638302176494/ 
Follow on Instagram: https://www.instagram.com/miitsolution/ 
Follow on Twitter: https://twitter.com/miitsolution 
If you like this video please do like, comment, share and subscribe to my channel. Thank you so much. 😍😍😍

Post a Comment

Mi IT Solution -The IT Master. We serve whatever you need & We just work for you. Mi IT Solution is a technology-based YouTube channel in Bangladesh. In this channel, you get tech tutorials, reviews, tips & tricks and many more things.

Previous Post Next Post